Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ উৎপাদন করেনা, শুধুমাত্র বরাদ্দকৃত বিদ্যুৎ বন্টন করে। তাই লোডশেডিং কমানোর ক্ষেত্রে পল্লী বিদ্যুৎ অফিসের কোন ভূমিকা নাই। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সকলের সহযোগিতা একান্ত কাম্য।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, নগদ, উপায়, জি-পে, রবি-ক্যাশ এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন অথবা ১৬৮৯৯ এ কল করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।


এক নজরে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১

  ডিসেম্বর , ২০২৩ খ্রিঃ পর্যন্ত

১।  প্রতিষ্ঠাকাল ১৪/০১/১৯৮২ খ্রিঃ।
২।  আওতাভূক্ত উপজেলা ০৫টি( মিঠাপুকুর,পীরগঞ্জ,পীরগাছা, সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর)।
৩।  আওতাভূক্ত ইউনিয়ন ও গ্রাম ৬৭টি/১১০৬টি
৪।  শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ০৫ টি (মিঠাপুকুর,পীরগঞ্জ,পীরগাছা,সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর)
৫।  আয়তন(বর্গ কিলোমিটার) ১৮৪৯ বর্গকিলোমিটার
৬।  অফিসের সংখ্যা ও নাম ০৮ টি
        ক. জোনাল অফিস ০৪ টি
        খ. সাব-জোনাল অফিস ০৩ টি
        গ. এরিয়া অফিস নাই
        ঘ. অভিযোগ কেন্দ্র ২৯ টি (অফিসসহ)
৭।  কর্মকর্তা/কর্মচারীর সংখ্যা ৬৭৬ জন
        ক.কর্মকর্তা ১৯ জন
        খ.কর্মচারী ৬৫৭ জন
৮। সাব-ষ্টেশন (সংখ্যা ও ক্ষমতা) ১৩ টি, ক্ষমতা ১৫৫ এমভিএ
৯। পিক লোড ১০৮.০০ মেঃওঃ
১০।  মোট গ্রাহক সংখ্যা (গ্রিড) ৫,৮৬,৬০৬ জন
        ক. আবাসিক ৫,২৫,৭২৪
        খ. বাণিজ্যিক ৩৭,৫২৭
        গ. শিল্প ৪,০৫৮
        ঘ. সেচ ১২,৩৫৯
       ঙ. দাতব্য ৬,৬২৪
       চ. অন্যান্য ৩১৪
১১।   অফগ্রিড এলাকায় স্টেকভূক্ত গ্রাম/গ্রাহক সংখ্যা ০৪টি (কাজিয়ারচর, লাল চামারের চর, পোড়ারচর, কেরানীরচর) - ১৩১০ জন
      ক. নির্মিত লাইন ৫৬ কিঃমিঃ
      খ.  ক্যাবল সংখ্যা ৪ টি, ৬.৫ কিঃমিঃ  (১৭.৫ কিঃমিঃ লিনিয়ার)
      গ . বিদ্যুতায়িত গ্রাম ৪ টি
      ঘ. স্থাপিত মিটার সংখ্যা ১৩১০ জন।
১২। বিদ্যুতায়িত  লাইনে সংযোগকৃত  ট্রান্সফর্মারের সংখ্যা ৩০৭৮৫ টি
১৩।  বিদ্যুতায়িত লাইনের  পরিমাণ(কি.মি.) ৯,২৬৬
১৪। ২০২২-২০২৩ অর্থ বছরে নির্মিত লাইন (কি.মি.) ৯৪.৫২৯ 
১৫। জিআইএস (GIS) ভুক্ত লাইন(কি.মি.) ২৩৬০.৮৫
১৬।  রাজস্ব আদায়(অর্থবছর ২০২২-২৩) ২৯২,৩৪,৮৭,৯৬২.০০টাকা 
১৭।   বিল আদায়ের হার   (অর্থ বছর  ২০২৩-২৪) ৯১.১৪%
১৮।   সিষ্টেম লস।  
        ক. ২০২৩-২০২৪ অর্থবছর  ১১.২৮% ( টার্গেট ১০.৩০%)
        খ. ২০২৩-২০২৪ অর্থবছর ক্রমপুঞ্জিত: ১১.৩০৫% (টার্গেট ১০.২৫%) 
১৯।  বকেয়া মাস  
        ক.  ২০২১-২০২২ অর্থবছর  ১.২৫ ( টার্গেট ১.৩০ )
        খ.  ২০২২-২০২৩ অর্থবছর  ১.৮৭ (টার্গেট ১.২৫)

 

পরিচালনায়ঃ আইটি বিভাগ, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১