Wellcome to National Portal

খবর

সম্মানিত বিদ্যুৎ গ্রাহকবৃন্দের দৃষ্টি আকর্ষণ: রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সম্মানিত বিদ্যুৎ গ্রাহকবৃন্দকে জানানো যাচ্ছে যে, সমগ্র দেশে তীব্র তাপদাহ এবং চট্টগ্রামের রাউজান সহ কিছু পাওয়ার প্লান্টের কারিগরি মেরামতজনিত কাজ চলার কারনে চলমান তীব্র দাবদাহে অতিরিক্ত চাহিদার বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে না। সমগ্র দেশে ২/৩ হাজার মে:ওয়াট বিদ্যুতের সাময়িক ঘাটতি চলছে। একই কারণে রংপুর পবিস-১ এর চাহিদা ১১০ মে:ওয়াট এর স্থলে ৬০-৮০ মে:ওয়াট পর্যন্ত পাওয়া যাচ্ছে। অবশিষ্ট প্রায় ৪০/৫০ মে:ওয়াট বিদ্যুৎ ঘাটতির কারণে গত ১২/০৪/২৩ তারিখ থেকে অত্র এলাকায় অসহনীয় লোডশেডিং চলছে। পবিত্র রমজান মাস, সেচ সংযোগ ও তীব্র গরমে এই অনিচ্ছাকৃত লোডশেডিং এর জন্য রংপুর পবিস-১ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টি সমাধানের জন্য সরকারিভাবে জোর প্রচেষ্টা চলছে, শীঘ্রই উন্নতি হবে বলে আশা করছি। সকলকে ধৈর্য্য ধারণের অনুরোধ করছি। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন৷ সিনিয়র জেনারেল ম্যানেজার রংপুর পবিস-১ 2023-04-17

খবর আর্কাইভ